রোজায় রাজধানীর বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমলেও চালের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে সরু চালসহ কয়েক ধরনের চালের দাম কেজিপ্রতি ৩ থেকে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সরু চাল কিনতে প্রতি কেজিতে ৮০ থেকে ৮৬ টাকা পর্যন্ত খরচ হচ্ছে, আর মোটা চাল কিনতে ৬২ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের।
শুরুর দিকে সয়াবিন তেলের সরবরাহে সংকট থাকলেও এখন তা কমেছে। পাশাপাশি লেবু, শসা ও বেগুনসহ অন্যান্য সবজির দামও কমেছে, ফলে সবজির বাজার মোটামুটি স্থিতিশীল।
তবে বাজারে এখন প্রধান অস্বস্তির কারণ চালের দাম। গেল বছরের প্রাকৃতিক দুর্যোগে আমন উৎপাদন ব্যাহত হলেও ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি করেছিল সরকার। তারপরও সরু চালের দাম ঊর্ধ্বমুখী।
রাজধানীর কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী জামিল মিয়া জানান, ভালো মানের সরু চালের দাম কেজিতে ৩ থেকে ৮ টাকা বেড়েছে, যা এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকায়। মোটা চাল ৫৮ থেকে ৬২ টাকা দরে এবং নাজিরশাইল ৭৪ থেকে ৭৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা জানান, গত ছয় মাসে তিনবার চালের দাম বেড়েছে, যার ফলে প্রতি কেজিতে প্রায় ৮ থেকে ১০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। ঈদ সামনে রেখে চালের বাজারে স্বস্তি চান ভোক্তারা।
বাজার বিশ্লেষকদের মতে, চাল আমদানির ওপর গুরুত্ব দেওয়া এবং খোলাবাজারে কম দামে চাল বিক্রির পরিমাণ বাড়ালে স্বল্প আয়ের মানুষের কিছুটা স্বস্তি মিলবে।