সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর) বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি দেশটিতে সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহের কথা জানান সিএআর প্রেসিডেন্ট ফাস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরা।
বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি সিএআরের সেনাবাহিনীর দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশটিতে সেনাবাহিনীর উদ্যোগে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে, যেখানে চিকিৎসকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ও সিএআর প্রেসিডেন্ট, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও প্রেসিডেন্ট তোয়াদেরার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিএআর প্রেসিডেন্ট বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত কার্যকর। আমরা সামরিক সহযোগিতা আরও বাড়াতে চাই। সেনাপ্রধান আমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে এই দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে।”
বাংলাদেশ সেনাপ্রধানও দেশটিতে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। সফরের অংশ হিসেবে তিনি সিএআরের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মামাদু জেফিরিনের সঙ্গেও বৈঠক করেন।
জেনারেল জেফিরিন বলেন, “আমাদের দেশ সংঘাত ও সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণে যে সহায়তা আমরা পাচ্ছি, তা সত্যিই প্রশংসনীয়।”
বাংলাদেশ সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।