সোমবার , ৩ মার্চ ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

অস্কার হাতে আবেগে কাঁদলেন জোয়ি সালদানা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৩, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতলেন আমেরিকান তারকা জোয়ি সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্যই এই স্বীকৃতি পেলেন তিনি। এর আগে একই ছবির জন্য বাফটা পুরস্কারও জিতেছিলেন এই গুণী অভিনেত্রী।

অস্কার হাতে অশ্রুসিক্ত জোয়ি সালদানা
পুরস্কার গ্রহণের সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন জোয়ি সালদানা। অস্কারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার হাতে নিয়ে চোখের পানি সংবরণ করতে পারেননি তিনি। স্প্যানিশ ভাষার এই সংগীতনির্ভর চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার।

জমকালো আয়োজনে একাডেমি অ্যাওয়ার্ডস
এবারও চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। হলিউডের ডলবি থিয়েটারে তারকায় পরিপূর্ণ ছিল এবারের আসর। বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় অনুষ্ঠানটি।

প্রথম পুরস্কার কিয়েরান কালকিনের হাতে
এবারের আসরের প্রথম পুরস্কার পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পান তিনি।

অ্যানিমেশন ও কারিগরি বিভাগে বিজয়ীরা
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন: ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’
সেরা ফিচার অ্যানিমেশন: ‘ফ্লো’
সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: ‘দ্য সাবস্ট্যান্স’
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ‘কনক্লেভ’ (পিটার স্ট্রাগান)
সেরা কস্টিউম ডিজাইন: পল ট্যাজওয়েল (‘উইকেড’)
সেরা মৌলিক চিত্রনাট্য: শন বেকার (‘আনোরা’)

এবারের আসরে মনোনয়ন ও প্রতিদ্বন্দ্বিতা
এবারের অস্কারে সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’। এরপরে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ পেয়েছে ১০টি করে এবং ‘আ কমপ্লিট আননোন’ পেয়েছে ৮টি মনোনয়ন।

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত সিনেমাগুলো:

এমিলিয়া পেরেজ
দ্য ব্রুটালিস্ট
উইকেড
আ কমপ্লিট আননোন
আনোরা
কনক্লেভ
ডিউন: পার্ট টু
আই’ম স্টিল হেয়ার
নিকেল বয়েজ
দ্য সাবস্ট্যান্স
এবারের অস্কার আসরে নতুন নতুন সিনেমা ও তারকার উত্থান যেমন আলোচিত হয়েছে, তেমনই জোয়ি সালদানার আবেগঘন মুহূর্তও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত