পবিত্র মাহে রমজান মুসলিমদের জন্য ইবাদতের মাস, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অন্যতম শ্রেষ্ঠ সময়। শরিয়তের বিধান অনুযায়ী, রোজা হলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, যৌনকর্ম এবং আল্লাহ ও তার রাসুল (সা.) কর্তৃক নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা।
বলিউড বাদশাহ শাহরুখ খান রমজানে রোজা রাখার চেষ্টা করেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ২০১৩ সালে ঈদে চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথনের সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন, তিনি কি রমজানে রোজা রাখেন?
জবাবে শাহরুখ বলেন, “হ্যাঁ, রোজা রাখা হয়। তবে মাঝে মাঝে দু’-চারটা রোজা ছুটে যায়। কারণ আমাকে ব্যথার ওষুধ নিতে হয়। যখন পিঠের ব্যথা শুরু হয়, তখন ওষুধ খেতে হয়, সে কারণে কিছু রোজা ছুটে যায়। তবে মাশাআল্লাহ, অধিকাংশ রোজাই রাখা হয়।”
ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা সময়ে সমালোচনার মুখে পড়লেও শাহরুখ বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ঈদের দিন তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এবং রমজানে বিভিন্ন ইফতার পার্টিতেও অংশ নিতে দেখা যায় এই বলিউড সুপারস্টারকে।