দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ জনগণের নিরাপত্তাহীনতা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
আজ রোববার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক জুবায়ের আল সেজান, ইয়াসিন আরাফাত ইসান, তামিল হোসেনসহ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলার চরম অবনতি উদ্বেগ জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নারীদের চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।