বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

“সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ডা. জহির উদ্দিন সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীসহ অনেকে অংশ নেন।

র‍্যালি শেষে গণগ্রন্থাগারের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রন্থাগারিক হাবিবা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ইমাম রাজি টুলু। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন এবং নজরুল পাঠাগারের সদস্য মো. ফজলে করিম নাসিরুল কাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ায় উৎসাহিত করেন এবং মোবাইল গেমের আসক্তি পরিহার করে নিয়মিত গ্রন্থাগারে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে রচনা, চিত্রাঙ্কন ও বই পড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই আয়োজনের মাধ্যমে বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

 

প্রতিবেদনঃ স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত