ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। জানা যায়, ৫৬ বিজিবির অধীনস্থ টোকাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪৬/এমপি সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশী নাগরিক রায়হান (১৭) শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এমন সংবাদের প্রেক্ষিতে ৫৬ বিজিবি ঢোকাপাড়া বিওপির একটি টহল দল সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সহায়তায় পঞ্চগড় জেলার সেনপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে রায়হান(১৭) নামে একজনকে আটক করে।
পরবর্তীতে জানা যায় উক্ত ব্যক্তি চা পাতা সংগ্রহের নিমিত্তে অবৈধভাবে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে। বর্ণিত বাংলাদেশি নাগরিকের ঠিকানা:
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পঞ্চগড় জেলার সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জান্ যায়।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ সম্পদ অনুপ্রবেশ রোষে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত