সাবেক স্বৈরাচারী সরকারের দোসররা হায়েনার মতো অপেক্ষায় আছে, তারা যেকোনো সময় আক্রমণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির স্মরণসভায় বক্তব্য রাখেন শহীদ পরিবার ও নির্যাতিত পরিবার সদস্যরা। এসময় বক্তারা সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত আন্দোলনে নিহত ও নির্যাতিত পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এসময় গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে। নতুন করে হামলার অপেক্ষায় আছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ এখনো তারা নানা ষড়যন্ত্র করে আমাদের বিভক্তি করার চেষ্টা করছে। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি। এই ঐক্যকে অটুটু রাখা।’
ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় নষ্ট করতে সব চক্রান্ত রুখে দিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব।