ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় মহাসড়কের পাশে দাড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা সাংবাদিকরা চেষ্টা করি গণমানুষের কথা বলার। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমের সাংবাদিকরা সহ সকল মিডিয়া বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা পরিবেশন ও প্রমাণ করতে সক্ষম হয়েছে।
একই সাথে অন্যান্য মিডিয়া হাউজ গুলোও প্রচার করে যাচ্ছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় দেশের স্বাধীন গণমাধ্যম হতবাক। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছেন সরকারের কাছে। বক্তারা আরও বলেন, স্বাধীন দেশে দিনে-দুপুরে মিডিয়ার ওপরে এই নগ্ন হামলা দুর্বৃত্তায়নের জানান দেয়। অচিরেই এই দুর্বৃত্তায়নের চর্চা বন্ধ করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সাংবাদিক শাহজালাল, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সরকার হায়দার, কালের কন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান ও বাংলানিউজ টোয়েন্টিফোরের সোহাগ হায়দার সহ পঞ্চগড়ের সাংবাদিকরা।