আগের সরকারের জঞ্জাল আমাদের কাঁধে সিন্দবাদের ভূতের মত চেপে বসেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোন ব্যাংক বন্ধ করা হবে না, তবে এটাও সত্য কয়েকটা ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের এসব কথা বলে তিনি।
কয়েকটি ব্যাংকের বর্তমান সংকটে বন্ধ হওয়ার সম্ভাবনার কথা জিজ্ঞেস করলে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, কোন ব্যাংক বন্ধ করা হবে না। তবে তারল্য ঘাটতির কারণে কোনো কোনো ব্যাংকে কিছু সামুয়িক অসুবিধা থাকবে।
তিনি বলেন, এক লাখ টাকার চেক দিয়ে ৫ হাজার টাকা পাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।
অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের জঞ্জাল আমাদের কাঁধে সিন্দবাদের ভূতের মত চেপে বসেছে, উন্নয়ন সহযোগীরাও দেশের মানুষের মত বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া ওসব জঞ্জাল আর কেউ মুক্ত করতে পারবে না