ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে দুই দফায় প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে দুই দফায় প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার
ঢাকার আসাদগেট এলাকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে দুই দফায় প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। লটারির ভিত্তিতে স্কুলে ভর্তির প্রতিবাদে এই বিক্ষোভ করে তারা।
আজ রোববার বেলা ১১টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।
মূল সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আসাদগেট ও আশপাশের এলাকায় যানজট দেখা দেয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘লটারি প্রথা নিপাত যাক, দেশের মেধা মুক্তি পাক’ বলে স্লোগান দেয়।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধের কারণে আসাদগেট ও আশপাশের এলাকায় যানজট হয়। আজ রোববার সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা
শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধের কারণে আসাদগেট ও আশপাশের এলাকায় যানজট হয়। আজ রোববার সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলাছবি: সাজিদ হোসেন
তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, স্কুলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সড়কে অবরোধ ও বিক্ষোভ না করার জন্য শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে।