বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

উড়োজাহাজ বানিয়ে আলোচনায় জুলহাস, পাশে বিএনপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

নিজের তৈরি উড়োজাহাজে আকাশে ওড়ার স্বপ্নপূরণ করেছেন মানিকগঞ্জের বৈদ্যুতিক মিস্ত্রি জুলহাস মোল্লা। বিমানে কখনো না উঠলেও, নিজের হাতে তৈরি উড়োজাহাজ ওড়ানোর ঘটনায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। এবার তার এই সাফল্য নজর কেড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

তারেক রহমানের নির্দেশে, জুলহাসকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, যেহেতু তিনি কখনো বিমানে উঠেননি, বিএনপির পক্ষ থেকে তাকে প্লেনে ওঠানোর ব্যবস্থা করা হবে এবং তার মেধাকে আরও বিকশিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

জুলহাসের পাশে দাঁড়াতে তার বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা এসেছি তাকে উৎসাহ দিতে। তিনি যাতে ভবিষ্যতে আরও বড় কিছু উদ্ভাবন করতে পারেন, সেই লক্ষ্যে তাকে সহযোগিতা করা হবে।”

জুলহাস মোল্লার শৈশব থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল। ২০১৪ সালে এসএসসি পাস করার পর আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি। বর্তমানে তিনি ঢাকায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করছেন।

২০২১ সালে প্রথমবারের মতো একটি রিমোট কন্ট্রোল প্লেন দেখে নিজেই উড়োজাহাজ বানানোর সিদ্ধান্ত নেন। ইউটিউব ও বিভিন্ন বই থেকে শিখে নিজের প্রচেষ্টায় প্লেন তৈরির কাজ শুরু করেন। যন্ত্রাংশ সংগ্রহ, নকশা তৈরি ও কাঠামো সাজানোর কাজ তিনি একাই সম্পন্ন করেন।

টাকার অভাবে সহজলভ্য যন্ত্রাংশ দিয়ে উড়োজাহাজটি তৈরি করেছেন তিনি। পাম্প ইঞ্জিন, অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি প্লেনটির ওজন প্রায় ১০০ কেজি। এটি অকটেন বা পেট্রলে চলে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতি তুলতে পারে।

শুরুতে পরিবার ও স্থানীয়রা তাকে পাগল ভেবেছিলেন, তবে এখন সবাই তাকে বাহবা দিচ্ছেন। সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা পেলে তিনি এই উদ্ভাবন নিয়ে আরও কাজ করতে চান।

গত চার বছরে উড়োজাহাজ তৈরির পেছনে প্রায় ৮-১০ লাখ টাকা খরচ করেছেন জুলহাস। ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা পেয়েছেন তিনি।

জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, “ছোটবেলা থেকেই ওর মনে কিছু একটা বানানোর আগ্রহ ছিল। বলত, একদিন সবাই দেখবে আমি কী বানিয়েছি। চার বছর ধরে প্লেন উড়ানোর চেষ্টা করে আসছে, এবার সফল হলো। গতকাল ৫০ ফুট ওপরে উড়তে দেখেছি।”

জুলহাসের এ সফলতা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তার উদ্ভাবনী প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - বিনোদন