শনিবার , ১ মার্চ ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন-আদালত
  2. কৃষি ও পরিবেশ
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. ঢাকা
  6. তথ্যপ্রযুক্তি
  7. বরিশাল
  8. বিনোদন
  9. মতামত
  10. ময়মনসিংহ
  11. রংপুর
  12. রাজশাহী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সমগ্র অর্থনীতি

রমজানে বেড়েছে ছোলার আমদানি, দাম কেজিপ্রতি ১০৫-১২০ টাকা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

রমজান মাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বন্দরে ছোলার আমদানি বৃদ্ধি পেয়েছে। বাজারে মানভেদে প্রতি কেজি ছোলা ১০৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আগের মাসের তুলনায় এবারের রমজানে ছোলার দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় ছোলার দাম ৯.৭৬ শতাংশ বেশি।

 

প্রতিবছর রমজান এলেই ছোলার চাহিদা বৃদ্ধি পায়। বছরের অন্যান্য সময় গড়ে ১০ হাজার টন ছোলার চাহিদা থাকলেও রমজানে তা পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বেড়ে যায়।

 

আমদানিকারকদের মতে, এই অতিরিক্ত চাহিদার কারণে দেশের বন্দরগুলোতে ছোলার আমদানি বৃদ্ধি পেয়েছে। সাধারণত প্রতিদিন সাত থেকে ১০ ট্রাক ছোলা আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ১৫ থেকে ২০ ট্রাকে দাঁড়িয়েছে।

 

বিক্রেতারা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার দামে কিছুটা তারতম্য থাকলেও পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি ১০৫ থেকে ১২o টাকায় বিক্রি হচ্ছে।

 

আমদানিকারকদের মতে, ছোলার আমদানি বাড়ায় রোজা শুরুর কয়েকদিনের মধ্যে এর দাম আরও কমতে পারে।

 

এদিকে, রমজান মাসে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিদিন মনিটরিং কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার জানিয়েছেন, বাজার মনিটরিং টিমের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত