‘টগর’ সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয়ের কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বদলে যায় নায়িকা। দীঘির জায়গায় চুক্তিবদ্ধ হন পূজা চেরী।
নির্মাতা আলোক হাসান জানিয়েছেন, দীঘির ‘অপেশাদার আচরণের’ কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দীঘি দাবি করেছেন, তাকে বাদ দেওয়ার কারণই জানেন না তিনি। বিষয়টি শিল্পী সমিতিতে অভিযোগ আকারে জানাবেন এবং মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেবেন।
এর পাল্টা জবাবে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মুভি নেটওয়ার্ক এক বিবৃতিতে দীঘির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। তারা লিখেছে, ‘অনবোর্ড হওয়ার পরও দীঘি স্ক্রিপ্ট পড়ার সময় পাননি, পরিচালকের ফোন ও মেসেজের উত্তর দিতে ২৪-৪৮ ঘণ্টা লেগেছে, এমনকি কনটেন্ট প্রমোশনেও ছিলেন উদাসীন।’
প্রযোজনা প্রতিষ্ঠান আরও দাবি করেছে, ২২ জানুয়ারি নির্মাতা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানালে দীঘি তা মেনে নেন। এরপর কো-আর্টিস্ট আদর আজাদের সঙ্গেও কথা বলেন। অথচ এক মাস পর এসে তিনি অভিযোগ তুলছেন।
প্রযোজকের সতর্কবার্তা, ‘দীঘি যদি বিষয়টি নিয়ে জলঘোলা করেন, তাহলে ২২ জানুয়ারির তাঁর সঙ্গে হওয়া কথোপকথনের অডিও অনলাইনে প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, বছরের প্রথম দিন টিজার প্রকাশের মধ্যদিয়ে সিনেমার ঘোষণা দেন নির্মাতা আলোক হাসান। এতে অভিনয় করার কথা ছিল আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সিনেমার মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা আসে, দীঘি নয়, টগর-এ দেখা যাবে পূজা চেরীকে।