লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজা ফয়সাল আমীন, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে গেস্ট অব অনার উপস্থিত ছিলেন মহাসচিব ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব অধ্যাপক ডঃ আব্দুস সালাম,
ঠাকুরগাঁও -২ আসনে সাবেক এমপি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ডেজ মুরতুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নূরনবী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল ইসলাম হিরু ,
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহবুবুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম,
লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক শিক্ষক মোঃ সাইফুল্লাহ ইসলাম (কলম) মিয়া, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার সুশীল সমাজের বিভিন্ন পেশা জীবির সাধারণ জনগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ গ্রহণ করার জন্য অভিভাবকগণ খুবই খুশি প্রকাশ করেন।
প্রতিবেদনঃ মোঃ মজিবর রহমান শেখ