একটি পরিচ্ছন্ন-সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও কমিউনটি পরিষ্কার-পরিচ্ছন্নতায় প্লাস্টিক সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার সকালে শিশু ও যুব ফোরাম,গ্রাম উন্নয়ন কমিটি এবং সহায়তাকারীগনের আয়োজনে
বাহাগিলী ইউনিয়ন পরিষদের সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। এসময় আয়োজনকারী দল ইউনিয়ন পরিষদের চার পাশসহ রাস্তা,বাড়ির সামনে-পেছনে ছড়িয়ে- ছিটিয়ে থাকা প্লাস্টিকের আবর্জনা সংগ্রহ করে প্যাকেট জাত করেন। সকাল ১১টা দুপুর ১টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে মূল লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দাদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং টেকসই অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করা।যা স্থানীয় জনগণ বেশির ভাগই প্লাস্টিক দূষণের পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতন ছিলেন না।যা এর মধ্যে দিয়ে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।পরিষ্কার কার্যক্রমের আগে একটি সচেতনতা সেশন পরিচালনা করা হয়।এতে প্লাস্টিক দূষণের পরিবেশগত ক্ষতি এবং এর ভুল ব্যবস্থাপনার কারণে যে হুমকি সৃষ্টি হয়,তা তুলে ধরে বক্তব্য দেন, উত্তর দুর্রাকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুব হোসেন,কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি আব্দুল মজিদ,তফুর আলী,ওয়াস কমিটির সদস্য আলতানুর রহমান,শিশু ও যুব ফোরামের সদস্য প্রমুখ।জানা যায়, প্রতিমাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান সপ্তাহ উদযাপন করা হবে।এদিকে বাহাগিলী ইউনিয়নে এ কার্যক্রমের মধ্য দিয়ে পর্যায়ক্রমে পুরো উপজেলাবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক মুক্ত জনপদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজনকারী দল। পাশাপাশাপাশি এ দলটি প্রতিটি ব্যক্তি,সম্প্রদায়, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকার এবং ওয়ার্ল্ড ভিশনের মত বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে যোগদানের আমন্ত্রণ জানায়।
প্রতিবেদনঃ আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ, নীলফামারী।